Wednesday 20 January 2016

ভূমিকম্পের আগাম আভাস দেওয়ার যন্ত্র এল ভারতের বাজারে

নয়াদিল্লি: ভারতের বাজারে ভূমিকম্পের আগাম আভাস দেওয়ার ক্ষমতাসম্পন্ন যন্ত্র নিয়ে এল জার্মানির একটি কোম্পানি। এই যন্ত্র সঙ্কেত দিলে কম্পনের আঁচ পেয়ে আগেভাগেই নিরাপদ জায়গায় সরে যাওয়া সম্ভব হবে বলে দাবি তাদের। সেটি বসাতে হবে বাড়িতে।
ইলেকট্রনিক্স জিএমবিএইচ নামে কোম্পানির এমডি জুরগেন প্রিজবায়লাক বলেছেন, আগাম ভূকম্পন সতর্কতা ও নিরাপত্তা সিস্টেম বসাতে হবে বাড়ির ভিতরে। সেটি কম্পনের প্রাথমিক তরঙ্গ চিহ্নিত করে সতর্ক করে দেবে। ভূমিকম্পের সময় পি অর্থাত প্রাথমিক তরঙ্গ প্রবাহিত হয় খুব মৃদু গতিতে। তারপরই আসে সেকেন্ডারি তরঙ্গ।
তিনি এও বলেছেন, বর্তমানে যে প্রযুক্তি আছে, তা কোনও ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গকে চিহ্নিত করতে পারে। এবং কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণ ও সম্পত্তি রক্ষা করতে নেমে পড়া যাবে।
প্রিজবায়লাকের দাবি, তাঁদের যন্ত্রটি দ্বিতীয় কম্পনতরঙ্গ বাড়িঘর কাঁপিয়ে দেওয়ার ৭০ সেকেন্ড আগেই সতর্কবার্তা দেবে। ফলে লোকজন বাড়ির বাইরে বেরিয়ে আসার জন্য বেশি সময় পাবেন।
হরিয়ানা সরকারের কাছ থেকে সংস্থাটি যন্ত্র সরবরাহের বরাত পেয়েছে।

No comments:

Post a Comment